প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল ও মিছিল!

বকশীগঞ্জ প্রতিনিধি আলীমজনু বাবু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থনে বকশীগঞ্জে বিশাল মিছিল করেছে উপজেলা যুবদল। মিছিল শুরুর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের কার্যালয়ে দোয়া মাহফিল শেষে সেখান থেকেই যুবদলের গণমিছিলটি বের হয়। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় মিল্লাতের পক্ষে যুবদল লিফলেট ও প্লেকার্ড বিতরণ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নেতা সোহেল রানা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, যুগ্ম সম্পাদক তৌহিদ মেহেদী, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি প্রমুখ।
যুবদল নেতাকর্মীরা বলেন,
“আমাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় নিশ্চিত করবো।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24